১৪ অক্টোবর ২০২৫

ভেঙে যাওয়া বন্ধুত্ব যেভাবে ঠিক করতে পারেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভেঙে যাওয়া বন্ধুত্ব যেভাবে ঠিক করতে পারেন
বাংলাপ্রেস ডেস্ক:  প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে কত সম্পর্ক, কত বন্ধুত্ব যে হারিয়ে যায়—তার হিসাব মেলানো কঠিন। অথচ খারাপ সময় হোক বা ভালো, জীবনের প্রতিটি বাঁকে বন্ধুরাই সবচেয়ে বেশি ভরসা হয়ে ওঠে। তাই প্রেম যেমন মূল্যবান, তেমনই বন্ধুত্বের সম্পর্কটাকেও আগলে রাখা জরুরি। সময়মতো যত্ন না নিলে এই বন্ধনও ভেঙে যেতে পারে।তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যদি বিপরীত দিক থেকে আগ্রহ না-ও আসে, তবুও আপনি চাইলে সম্পর্কটা ফিরিয়ে আনতে পারেন। চলুন, জেনে নিই কিছু কার্যকর উপায়। খোলামেলা কথা বলুন বন্ধুর সঙ্গে মুখোমুখি হয়ে প্রশ্ন করুন—সে কেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে? কোনো অভিমান বা খারাপ লাগা থাকলে তা বলতে বলুন। একই সঙ্গে নিজের মনের কথাও জানান।কী কারণে দূরত্ব তৈরি হয়েছে, সেটা স্পষ্ট করে বলুন। নীরব অভিমান শুধু দূরত্বই বাড়ায়, সমাধান আনে না। সাক্ষাৎ করুন, সময় কাটান মেসেজ বা ফোন নয়, একদিন দেখা করুন। কোনো বিকেলে একসঙ্গে বসে কফি খেতে খেতে আড্ডা দিন।মন খুলে গল্প করুন, একসঙ্গে হাসুন। এমন সহজ মুহূর্ত বন্ধুত্বের টান বাড়াতে সাহায্য করে। নিয়মিত দেখা করাটা সম্পর্ককে আরো মজবুত করে। একসঙ্গে কোথাও ঘুরে আসুন বন্ধুর সঙ্গে কয়েকটা দিন চেনা শহরের বাইরে কাটান। পাহাড় বা সমুদ্রের মতো শান্ত প্রকৃতির মাঝে দাঁড়িয়ে দেখবেন— অভিমান, মনখারাপ সব হালকা হয়ে যাচ্ছে।নতুন পরিবেশে পুরনো বন্ধুত্ব আবার নতুন রূপ পেতে পারে। বন্ধুত্ব হারিয়ে গেলে কষ্ট হয়, কিন্তু চাইলে সেই হারিয়ে যাওয়া সম্পর্ককে আবার ফিরে পাওয়া সম্ভব। শুধু প্রয়োজন একটু মন খোলা, একটু আন্তরিকতা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন