
ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবিতে নিহত ৭৯

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে থাকা মানুষের সন্ধানে শুক্রবার তাঞ্জানিয়ায় আবারো ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। খবর এএফপি/বাসস।
স্থানীয় এক কর্মকর্তা জানান, এ হ্রদের দক্ষিণপূর্বে উকারা দ্বীপের কাছে বৃহস্পতিবার বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার সময় এতে দুই শতাধিক যাত্রী ছিল যা ধারণ ক্ষমতার দ্বিগুণ। হ্রদটি উগান্ডা ও কেনিয়া পর্যন্ত বিস্তৃত।’ এদিকে আঞ্চলিক গভর্নর জন মোঙ্গেলা সরকারি টেলিভিশনে বলেছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে এবং আজ আরো ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





আন্তর্জাতিক
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক নারীর বিরুদ্ধে যৌন পাচার ও চাঁদাবাজির অভিযোগ
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস

আন্তর্জাতিক
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে বাদ পড়ল যুক্তরাষ্ট্রের পাসপোর্ট
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস