১৪ অক্টোবর ২০২৫

‘ভোগ’ এর কভার গার্ল হলেন শাহরুখ-কন্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
‘ভোগ’ এর কভার গার্ল হলেন শাহরুখ-কন্যা

বাংলাপ্রেস অনলাইন: বলিউডের কিংয়ের মেয়ে বলে কথা৷ ‘ভোগ’ কভারের ফোটোশ্যুট করে অবেশেষ প্রতীক্ষার অবসান ঘটালেন শাহরুখ-কন্যা মিস সুহানা খান৷ সোশ্যাল মিডিয়ায় সুহানার ছবি দেখে অনেকের মনেই পর্শ্ন জেগেছিল কবে তিনি বলিউডে পাড়ি দেবেন৷ কয়েক মাস ধরে সুহানার ট্রান্সফরমেশনে মুগ্ধ বলিপাড়া৷ ইতিমধ্যে হিউজ ফ্যান ফোলোয়িংও তৈরি হয়েছে মিস খানের৷

সেই ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে৷ ‘ভোগ’ কভার গার্লের শিরোপা এখন সুহানার মাথায়৷ প্রতিটি ছবিতে বিভিন্ন আউটফিটে এক একরকম অ্যাটিটিউডে ধরা দিয়েছেন শাহরুখ-কন্যা৷ তাঁর নেভার সিন বিফোর অবতারে সম্মোহিত হয়ে চলেছে নেটিজেনরা৷ বলিউডের তাবড় তাবড় নায়িকাদের থেকে কোনও অংশে কম যান না সুহানা৷ শাহরুখ খান ইতিমধ্যেই আনন্দে আত্মহারা৷ একের পর এক সুহানার ফোটোশ্যুটের ছবি শেয়ার করে চলেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে৷ সেই পোস্টগুলোতে লেখা রয়েছে, শাহরুখের কিছু অনুভূতির কথা৷

প্রথম পোস্টটিতে লিখেছেন, আবারও নিজের হাতে ধরে রয়েছি ওকে৷ ‘ভোগ’কে অসংখ্য ধন্যবাদ৷ ‘যে অপূর্ণ ভালবাসার আমাদের মধ্যে থাকে’ আমাদের সন্তানদের থেকে এমন ভালবাসা পাওয়া যাযআমার সমস্ত ভালবাসা এবং শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে সুহানা৷ অন্যদিকে আরেকটি পোস্টে লিখেছেন, ধন্যবাদ৷ আমি যে কতটা গর্বিত বলে বোঝাতে পারব না৷ সুহানা আমায় সেই সুযোগটাই করে দিল৷ ও যে উপযুক্ত হয়ে উঠেছে সেটা ভেবে ভালো লাগছে৷” বাবা হিসেবে যে আজ শাহরুখ কতটা গর্ববোধ করছেন তা শব্দে ব্যাখা করা মুশকিল৷

সুহানার ‘ভোগ’ ডেবিউ নিয়ে চর্চা হওার মাঝেই উঠল তাঁর বলিউড ডেবিউ নিয়ে নানা কথা৷ সকলের অনুমান খুব শীঘ্রই টিনসেলের পর্দা কাঁপাতে চলেছেন সুহানা৷ এমনকি তাঁর ফোটোশ্যুট দেখেই নেটিজেনরা ধারণা করে নিচ্ছেন বহু নায়িকাদের জায়গা দখল করতে আসছেন সুহানা৷

বছর খানেক আগে সুহানা নিজের স্কুলের একটি নাটকে অংশগ্রহণ করেছিলেন৷ তাঁর অভিনয়ের একটি ছোট ক্লিপ সেই সময় বেশ ভাইরাল হয়েছিল৷ সেই ক্লিপ দেখেই অনেকেই প্রশংসা করেছিলেন৷ কারণ বেশ কম বয়সেই সুহানার অভিনয় দক্ষতা প্রকাশ্যে এসেছে৷ তাঁর সেই অভিনয়ের ঝলক নজর কেড়েছিল সাবানা আজমিরও৷ তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শাহরুখ খানকে ট্যাগ করে লিখেছিলেন, “একদিন এই মেয়েটা (সুহানা) বিশাল নাম করবে৷ ওর মধ্যে যে এক অসাধারণ অভিনেত্রী লুকিয়ে আছে তা সকলে খুব তাড়াতাড়িই জানতে পারবে৷ আমার কথা গুলো অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও৷

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন