
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক: লক্ষ্যটা নাগালের মধ্যেই, ২৪৮ রান। এই রান তাড়া করে সহজেই জয় পাওয়ার কথা। শেষ পর্যন্ত পেয়েছেও তাই। যদিও মাঝখানে কিছুটা চাপে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর দৃঢ়তায় অনায়েশে পাঁচ উইকেটে জিতেছে। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
সোমবার ডাবলিনে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২৪৭ রান করে। জবাবে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজদের দল।
নিজেদের প্রথম ম্যাচে ৭৩ রানের চমৎকার ইসিংস খেলা সৌম্যর ধারাবাহিকতা এ দিনও। খেলেন ৬৭ বলে ৫৪ রানের চমৎকার একটি ইনিংস। তামিম আউট হন ২১ রানে এবং সাকিব ফিরে যান ২৯ রানে। পরে শেষ দিকে মুশফিক ৬৩ রানে আউট হলেও ও মাহমুদউল্লাহ ৩০ রানের হার না মানা একটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। আর মিঠুন করেন ৪৩ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ২৪৭ রান গড়তে শেই হোপ খেলেন ৮৭ রানের একটি ঝলমলে ইনিংস। আর হোল্ডার করেন ৬২ রান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



