বাংলাপ্রেস ডেস্ক: প্রত্যেকের জীবনে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে শুধু আবেগে ভেসে না গিয়ে বিচার-বিবেচনা করে বন্ধুত্ব গড়ে তোলা উচিত—এমনটাই মনে করেন প্রাচীন ভারতের জ্ঞানী চাণক্য। কারণ, ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব শুধু হৃদয় ভাঙে না, বরং জীবনের গতি ও লক্ষ্যকেও বিপথে ঠেলে দিতে পারে। চাণক্যের মতে, কাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় চলুন জেন নিই
।
চাণক্যের দৃষ্টিতে বন্ধুত্ব কী?
চাণক্য মনে করতেন, বন্ধুত্ব শুধুই আবেগনির্ভর নয়। এটি এক ধরনের বুদ্ধিবৃত্তিক ও চারিত্রিক সিদ্ধান্ত। একজন প্রকৃত বন্ধু জীবনের পথে আলো জ্বালাতে পারেন, অন্যদিকে ভুল মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে জীবন হতে পারে কষ্টে ভরা ও জটিল। তাই চাণক্য পরামর্শ দেন, কিছু নির্দিষ্ট ধরনের মানুষ থেকে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ।
স্বার্থপর ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব নয়
চাণক্যের মতে, যেসব মানুষ শুধু নিজেদের লাভের কথা ভাবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করা বিপদ ডেকে আনে। এরা আপনার প্রয়োজনের সময় পাশে থাকবে না, বরং নিজেদের স্বার্থসিদ্ধি হলে অদৃশ্য হয়ে যাবে। স্বার্থপর মানুষকে কখনোই বিশ্বাস করা যায় না, তারা বন্ধুর ছদ্মবেশে বিপদের কারণ হয়ে ওঠে।
অতিমিষ্টভাষী ব্যক্তিদের থেকে সাবধান
যারা সব সময় মিষ্টি মিষ্টি কথা বলে, চাণক্য তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার পরামর্শ দেন।কারণ, এ ধরনের মানুষ সামনে ভালো মুখ করে কথা বললেও, পেছনে সমালোচনা বা ক্ষতি করতে দ্বিধা করে না। চাণক্যের মতে, এদের থেকে দূরে থাকাই ভালো।
মূর্খ ব্যক্তির সঙ্গে সম্পর্ক নয়
যারা সঠিক-ভুলের পার্থক্য বোঝে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করলে আপনাকেও সেই ভুল সিদ্ধান্তের দায় নিতে হতে পারে। মূর্খ ব্যক্তির আচরণ অনেক সময় আপনার জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চাণক্য বলেছিলেন, মূর্খের সঙ্গ শত্রুর সমান ক্ষতিকর।
রাগী মানুষের সঙ্গে সাবধানে চলুন
অতিরিক্ত রাগী মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। তারা ক্ষণিক উত্তেজনায় এমন কিছু করে বসে, যা কাছের মানুষদের ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ধরনের মানুষ বিশ্বাসযোগ্য নয় এবং হঠাৎ হঠাৎ আচরণ পরিবর্তন করে, যা বন্ধুত্বের জন্য হুমকিস্বরূপ।
সব সময় হতাশাগ্রস্ত থাকে এমন ব্যক্তির সঙ্গে না মেশাই ভালো
যে ব্যক্তি সব সময় দুঃখের কথা বলে, তার প্রভাব ধীরে ধীরে আপনার মনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চাণক্যের মতে, নেতিবাচক মানসিকতা ছোঁয়াচে। এ ধরনের মানুষদের সান্নিধ্যে থাকলে নিজের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে এবং জীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা হারিয়ে ফেলতে পারেন।
চাণক্যের দর্শনে বন্ধুত্ব মানে দায়িত্ব, বিশ্বাস ও বিচক্ষণতা। তাই বন্ধুত্ব করতে হলে দেখে-শুনে, বুঝে-শুনে করা উচিত। ভুল মানুষদের সঙ্গে সম্পর্ক গড়লে শুধু মন ভাঙবে না, জীবনের পথও বদলে যেতে পারে। তবে অন্যের থেকে দায়িত্ব, বিশ্বাস ও বিচক্ষণতা আশা করার আগে নিজের মাঝে এসব গুণ অনুশীলন করা জরুরি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]