
যে কারণে ইসলাম গ্রহণ করলেন এই খেলোয়াড়



বিদেশ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত হয়েছিলেন ৫০ জন। এই ঘটনার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ সারাবিশ্ব শোক প্রকাশ করেছে।
সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের একটি হাসপাতালে গিয়েছিলেন ওফা তুঙ্গাফাসি। সেখানে (হাসপাতালে) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এর আগে ওফার বন্ধু ক্রীড়াবিদ সনি বিল উইলিয়ামসের মা ইসলাম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর ওফা তুঙ্গাফাসি বলেন, ‘হাসপাতালে মুসলিম ভাইদের দেখার অভিজ্ঞতা ছিল অন্যরকম। আমি তাদের থেকে অনুপ্রাণিত হয়েছি। আমি মোহাম্মদ (সা.) ও আল্লাহকে বিশ্বাস করেছি।’
ক্রাইস্টচার্চের মর্মান্তিক ঘটনার পর রাগবি খেলোয়াড় ওফা ইসলামের বিষয়ে জানার চেষ্টা করে আসছিলেন। সেই সূত্রেই তিনি ইসলাম গ্রহণ করেন বলেও জানান তিনি। এদিকে সনি বিল উইলিয়ামস শুধু মুসলিমই নন। তিনি নিউজিল্যান্ড রাগবি ইউনিয়ন দলে খেলা প্রথম মুসলিম। এছাড়া নিউজিল্যান্ডের প্রখ্যাত রাগবি খেলোয়াড় ও পেশাদার হেভিওয়েট মুষ্টিযোদ্ধা। তিনি দুইবার রাগবি বিশ্বকাপও জেতেন। ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকেই মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন সনি বিল উইলিয়ামস।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



