১৪ অক্টোবর ২০২৫

যে কারণে টুইটার থেকে বিদায় নিচ্ছেন সোনম কাপুর !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যে কারণে টুইটার থেকে বিদায় নিচ্ছেন সোনম কাপুর !

বাংলাপ্রেস অনলাইন: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সোনম কাপুর ৷ সোনম এদিন টুইটে সবাইকে জানিয়েছেন, টুইটার এখন অত্যন্ত নেগেটিভ হয়ে গিয়েছে। সেজন্য তিনি কিছুদিনের জন্য টুইটার থেকে বিদায় নিচ্ছেন। পোস্ট শেষ করার আগে সবাইকে ভালোবাসা জানিয়ে শান্তির আবেদনও করেছেন ৩৩ বছরের অভিনেত্রী। এই টুইট দেখে হতভম্ব নেটিজেনরা।

I’m going off twitter for a while. It’s just too negative. Peace and love to all ! — Sonam K Ahuja (@sonamakapoor) October 6, 2018

সোনমের টুইটার থেকে বিদায় নেওয়ার খবরে নেটিজেনরা আশ্চর্য। এর পিছনে কোনও কারণ খোলসা করেননি ‘‌‌নীরজা’‌–র নায়িকা। দিন কয়েক আগে মুম্বইয়ের দূষণ এবং খারাপ রাস্তা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে সরব হয়েছিলেন সোনম। এজন্য ট্রোলড হন তিনি। তারপরই সোনমের এই পদক্ষেপ। সোনম লিখেছিলেন, ‘‌শুধু শহরে ঢুকতেই দু’‌ঘণ্টা সময় লেগে গিয়েছে। তাও এখনও গন্তব্যে পৌঁছতে পারিনি। রাস্তা খুব খারাপ আর দূষণ অসহনীয়। বাড়ি থেকে বেরনোই এখন দুঃস্বপ্নের মতো’‌।

সোনমকে ট্রোল করে অনন্ত ভাসু নামে একজন লেখেন, ‘‌আপনাদের মতো সেলিব্রিটিরা বিশ্ব উষ্ণায়নে সমানভাবে দায়ী। আপনারা কম জ্বালানি খরচের সরকারি বাস ব্যবহার করেন না। আপনাদের বিলাসবহুল গাড়িতে এক লিটারে তিন থেকে চার কিলোমিটার মাইলেজ থাকে। আপনার বাড়ির ১০-২০টি এসিও বায়ুদূষণ ছড়াচ্ছে। আগে নিজে দূষণ নিয়ন্ত্রণ করুন।’‌ এই ট্রোলারকে পালটা জবাবে সোনম তখন লিখেছিলেন, ‘‌আপনাদের মতো পুরুষদের ভয়েই মেয়েরা বাসে যাতায়াতে ভয় পান’‌। এরপর টুইটার আর ব্যবহার করবেন না বলেই জানান সোনম কাপুর৷

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন