১৪ অক্টোবর ২০২৫

যৌন তৃপ্তির জন্য রাখির আদলের ‘সিলিকন ডল’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যৌন তৃপ্তির জন্য রাখির আদলের ‘সিলিকন ডল’

বিনোদন ডেস্ক: এসব করতে বোধহয় শুধু রাখি সাওয়ান্তই পারেন। নাকি দীপক কালালও এ ব্যাপারে সিদ্ধহস্ত? হয়তো দু’জনেই পারেন। নিজেদের হাসির খোরাক বানাতে এঁদের জুড়ি মেলা ভার। কিন্তু তাই বলে এভাবে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপক কালাল বলেন, খুব শীঘ্রই বাজারে তিনি একটি সিলিকনের পুতুল আনবেন। সেটি তৈরি হবে রাখি সাওয়ান্তের আদলে। দেশে ধর্ষণের ঘটনা রুখতেই পুতুল তৈরির অভিনব ভাবনা।

সইফ ও করিনার ছেলে তৈমুরের পুতুল এখন দেশের একাধিক দোকানে দেখা যা্চ্ছে। বাজারে এসে গিয়েছে শাহরুখের ছেলে আব্রামের পুতুলও। এমনকী নিক-প্রিয়াঙ্কার পুতুলেরও দেখা মিলেছে কয়েকটি খেলনার দোকানে। সেই দেখেই উচ্ছ্বসিত হয়েছিলেন দীপক কালাল। তাঁর সাম্প্রতিকতম প্রেম রাখি সাওয়ান্তকে নিয়ে কিছুদিন আগে পর্যন্ত গদগদ ছিলেন দীপক। বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন।

অবশ্য বিয়ে এখন বাতিল হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু যখন দীপক কথাটি বলেছিলেন, তখন কিন্তু তাঁরা প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। রাখির তৎকালীন ‘হবু বর’ বলেছিলেন, রাখিকে অনেকে স্বপ্নে দেখেন। সঙ্গে আরও অনেক কিছু কল্পনা করেন। তা ইচ্ছা যদি অন্যভাবে পূরণ করা যায়, তবে দেশে ধর্ষণের মতো ঘটনা আর ঘটবে না। পুরুষরা তাদের আকাঙ্ক্ষা মেটাতে পারবে রাখির পুতুলের মাধ্যমেই। তার উপর তিনি ‘সিলিকন ডল’ আনার পরিকল্পনা করছেন। তৃপ্তি সেখানে দ্বিগুণ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন