Home বাংলাদেশরংপুর ডোমারে বাল্য বিবাহ বন্ধে সচেতনতা মূলক আলোচনা সভা

ডোমারে বাল্য বিবাহ বন্ধে সচেতনতা মূলক আলোচনা সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জানো প্রকল্পের সহায়তায় বাল্য বিবাহ বন্ধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা ডাঙ্গাপাড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি।

বোড়াগাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শমশের আলীর সভাপতিত্বে জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে নীলফামারী জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক পরশিয়া রহমান, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাপতি মনীন্দ্র নাথ রায়, সংরক্ষিত আসনের ইউপি সদস্য ছবি রাণী রায়, সমাজ সেবক প্রদীপ কুমার অধিকারী, জানো প্রকল্পের ফিল্ড অফিসার বেলাল হোসেন, নারায়ন চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।

জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী