আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এঁর সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার (১৯জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এঁর সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
আবু রাহাত সেহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নুরননবী, গোলাম মোস্তফা, সহিদার রহমান মানিক, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুুরুল হক চৌধুরী, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, প্যানেল মেয়র সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন প্রমূখ বক্তব্য রাখেন।
বিগত দিনের সকল দিধাদন্দ ভুলেগিয়ে ডোমার উপজেলাকে নতুন করে ঢেলে সাজাতে সকলের
সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) ।
বিপি>আর এল