এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী ) প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ,গরবো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর বিভিন্ন কার্যক্রম উদ্বোধন হয়েছে । গত ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য রাালী , আলোচনা সভা ও বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হোসেন ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সানজিদা বেগম লাকি ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শ্যামল কুমার রায় ,বীর মুক্তি যোদ্ধা এ কে এম ফজলুল হক ,সাংবাদিক এম আর আলম ঝন্টু ,খলিলুর রহমান প্রমুখ ।
আলোচনা সভার শেষে তিনজন সফল মৎস্য চাষীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় । পুরস্কার প্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক ,শ্রী টিপু দাস ও আবেদ আলী। পরে উপজেলা চত্তরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিপি>আর এল