আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চোরাই মালামাল ক্রয় বিক্রয় কালে চোর চক্রের ০৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিমের নের্তৃত্বে এসআই শাকিল মাহমুদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেন। তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে ০২ টি বাইসাইকেল, টিউবওয়েল, পাইপসহ চোরাইকৃত ঢেউটিন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন, ডোমার পৌরসভা ছোটরাউতা গোডাউনপাড়া এলাকার মনোয়ার হোসেন (সোনা ড্রাইভার) এর ছেলে মশিউর রহমান মুন (২৫), মৃত মোবারক হোসেনের ছেলে গোলাম শানু (৩৫), মোজাফফর হোসেন ডিকোর ছেলে রশিদুল ইসলাম টেউরি (৩০), ছোট রাউতা দাসপাড়া এলাকার বাটকুরু দাসের ছেলে ভূট্টু দাস (৩০)।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান থেকে চুরি করে চোরাই মালামাল সমূহ ক্রয় বিক্রয় করে থাকে। তাদের বিরুদ্ধে ডোমার থানার মামলা নং -১৬(০৮)২৩ দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিগনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিপি/কেজে