আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজুল হক মাস্টার এর জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িলে পড়লে শিক্ষক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বোড়াগাড়ী নিজ বাসভবনে বাধ্যক্ষ জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭৪) বছর। তিনি হাসপাতাল পাড়া এলাকার মৃত কান্দু মামুদ এর ২য় পুত্র। মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতাল পাড়া ঈদগাঁহ ময়দান মাঠে জানাযার নামাজ শেষে বাড়ির পার্শ্বে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন হয়।
তার জানাযায়, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিননুল ইসলামরিমুন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক উৎপল, সাবেক সাধারণ সম্পাদক শফিুল ইসলাম মানিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুসহ সুধীজন উপস্থিত ছিলেন। তিনি ৩ ছেলে ৪ মেয়ে ও ৬টি নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
জীবতদশায় তিনি নিষ্টার সাথে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করেন এবং বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। মরহুমের বড় ছেলে তানজিমুল হক রুবেল ও তানভীরুল হক বাইবেল পিতার বিদাহী আত্নার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।
বিপি/কেজে