হাফিজুর রহমান হাবিব ,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেতুলিয়ায় পশুর পিপিআর রোগ নির্মূলের জন্য বিনামূল্যে পিপিআর রোগের টিকা বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে তেতুলিয়া সদর ইউনিয়নের রনচনডি উচ্চ বিদ্যালয় চত্বরে পশুর পিপিআর রোগ নির্মূলের জন্য বিনামূল্যে পিপিআর রোগের টিকা বিতরন ক্যাম্পেইনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ করিম সিদ্দিকী।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী কর্মকর্তা ডা. মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেতুলিয়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা(সম্প্রসারণ) আব্দুল্লাহ- আল- মাসুদ , ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কৃত্রিম (প্রজনন) শামিম শাইরিয়াজ,এল এফ এ নুরন্নবী,ভ্যাকসিনেটর সোলায়মান কবির,শাহনেওয়াজ পারভীন, ফেরদৌস আলম,নুরন্নবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা শেষে প্রায় ৬০০/- ছাগল ও বেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়। এ কার্যক্রম প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান প্রাণিসম্পদ ও ভেটেনারী কর্মকর্তা।
বিপি/কেজে