Home বাংলাদেশরংপুর তেঁতুলিয়ায় বুড়াবুড়িতে বিনামূল্যে পি পি আর টিকা প্রদান

তেঁতুলিয়ায় বুড়াবুড়িতে বিনামূল্যে পি পি আর টিকা প্রদান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেতুলিয়ায় বুড়াবুড়িতে পশুর পিপিআর রোগ নির্মূলের জন্য বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে তেতুলিয়া বুড়াবুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বুড়াবুড়ি গ্রামে জামে মসজিদ সংলগ্ন চত্বরে পশুর পিপিআর রোগ নির্মূলের জন্য বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সফলভাবে ৬ শত বেড়া ছাগলকে পিপিআর টিকা প্রদান করা হয়। এ সময় কর্মরত ছিলেন এ আই টেকনিশিয়ান মোয়াজ্জেম হোসেন,ভেকসিনেটর মোছাঃ বিউটি বেগম, যুব প্রশিক্ষক আত্মকর্মী রাব্বা হোসেন।

কার্যক্রম প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী