Home বাংলাদেশরংপুর তেঁতুলিয়ায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: “আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি, গতি সীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া হাইওয়ে থানার আয়োজনে পালিত হয়েছে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা।

গতকাল বুধবার(২৭ ডিসেম্বর) বিকেলে থানা চত্বরে আয়োজিত সভায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন মোহাম্মদ জাকারিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (পশ্চিম বিভাগ) হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স আতিকা ইসলাম বিপিএম, এনডিসি।

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রংপুর সার্কেল হরেশ্বর রায়, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম হাইওয়ে সাধারণ সম্পাদক বিন্দু চৌধুরী, মোটর মালিক সমিতির নেতা শহিদুল ইসলাম, শ্রমিক সংগঠনের নেতা বাবুল ইসলাম, তসলিম উদ্দিন, মতিয়ার রহমান, মামুনুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আতিকা ইসলাম বিপিএম, এনডিসি বলেন, আমাদের হাইওয়ে পুলিশের একটি অ্যাপস রয়েছে যারা এন্ড্রোয়েড মোবাইল ব্যবহার করেন তারা খুব সহজেই হাইওয়ে পুলিশের কোন প্রকার অভিযোগ থাকলে এই অ্যাপসের মাধ্যমে অভিযোগ করতে পারবেন। এছাড়া যারা মহা সড়কে চলাচল করেন তাদের সড়ক আইন মেনে চলতে আহবান জানান। সবাই সচেতন ভাবে চললে মহা সড়কে আর কোন রক্তের বন্যা বইবে না।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী