হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়াঁ’(মুক্তা)এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে সাদর সম্ভাষণ জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়াঁ(মুক্তা) বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয়সহ অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পঞ্চগড় জেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলকে আশ্বস্ত করেন এবং আঞ্চলিক ইশতেহার সম্পর্কে অবহিত করেণ।
সভা শেষে তেঁতুলিয়া উপজেলার অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিপি/টিআই