Home আন্তর্জাতিক ৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেড় বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন হাজারো নিরীহ মানুষ। সর্বশেষ জাতিসংঘ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ৩৬টি হামলায় শুধু নারী ও শিশুরাই নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার অফিস জানায়, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় মোট ২২৪ বার বিমান ও গোলাবর্ষণ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবন ও অস্থায়ী আশ্রয়শিবির।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ৩৬টি হামলায় কোনো পুরুষ বা সশস্ত্র যোদ্ধা নিহত হননি। নিহতদের সবাই নারী ও শিশু। এই তথ্য ইসরায়েলি বাহিনীর ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হানার’ দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করছে।

এমন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে গাজা উপত্যকার লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। অথচ এসব আশ্রয়শিবিরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

এর আগে, গত জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। প্রায় ৫০ দিন স্থায়ী থাকা সেই চুক্তি ভেঙে ইসরায়েল আবারও রমজান মাসের শুরুতে নির্বিচারে হামলা শুরু করে। শুধুমাত্র একদিনেই প্রায় ৪০০ মানুষ নিহত হয়।

এছাড়া, গত দেড় মাসের বেশি সময় ধরে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে এবং জাতিসংঘ আশঙ্কা করছে, গাজা বড় ধরনের দুর্ভিক্ষের মুখে পড়তে পারে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী