Home সাহিত্য ফারহানা পলি’র কবিতা

ফারহানা পলি’র কবিতা

by Dhaka Office


যদি দাও
-ফারহানা পলি

যে বহতা নদী তাকে চলার পথ দিতে হবে
যে উজ্জ্বল সূর্য তাকে জ্বলতে দিতে হবে
যে ফুল হেসে উঠে তাকে দুলতে দিতে হবে
যে আজকের শিশু তাকে পূর্ণ যৌবন দিতে হবে
আর কিছু দাও বা না দাও
একটা নতুন পৃথিবী সবুজে সবুজ দিতে হবে
একটা জীবনে মানুষকে তার পরিচয় পেতে হবে
আর কিছু পাও বা না পাও
এই জন্মের ঋণ এখানেই তা পরিশোধ করে যেতে হবে
এই সমাজের উঁচু – নিচু শ্রেণী বিভেদ ভেঙে দিতে হবে
যে জ্বলজ্বলে চাঁদ তাকে তাঁরার মেলা দিতে হবে
যে ভাসমান মেঘ তাকে সমস্ত আকাশ দিতে হবে
আর কিছু দাও বা না দাও
প্রতিটি ভোরের দূর্বাঘাসে শিশির বিন্দু দিতে হবে

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী