Home সাহিত্য চলে গেলেন নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল

চলে গেলেন নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল

by bnbanglapress
A+A-
Reset

নোবেলজয়ী ব্রিটিশ লেখক ভি এস নাইপল

বাংলাপ্রেস অনলাইন: ভারতীয় বংশোদ্ভূত, ত্রিনিদাদে জন্মগ্রহণকারী নোবেলজয়ী ব্রিটিশ লেখক ভি এস নাইপল ৮৫ বছর বয়সে মারা গেছেন। ১১ আগস্ট লন্ডনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩২ সালে ১৭ আগস্ট ব্রিটিনে জন্মগ্রহণ করেন নাইপল।
ত্রিনিদাদের কুইন্স রয়াল কলেজে পড়াশুনা শেষে ১৯৫০ সালে সরকারের বৃত্তি নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। এর পরের বছরই তার প্রথম বই প্রকাশিত হয়। ২০০১ সালের সাহিত্যে নোবেল বিজয়ী নাইপল ৩০টির বেশি বই লিখেছেন। নোবেল বিজয়ের আগে ১৯৭১ সালে তিনি বুকার পুরস্কার পেয়েছেন।
তিনি এক একটি দেশ ঘুরেছেন আর এক একটি সাড়াজাগানো বই লিখেছেন। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল’-এর ষষ্ঠ পর্বে অংশ নিতে বাংলাদেশেও এসেছিলেন তিনি।
‘দ্য ম্যাজিস্টিক ম্যাসিওর’, ‘দ্য সাফরেজ অফ এলভিরা’, ‘মিগ্যাল স্ট্রিট’, এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ এবং ‘দি এনিগমা অফ অ্যারাইভালে’র মতো কালজয়ী উপন্যাস লিখেছেন ভি এস নাইপল।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী