আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমার বাজারে রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৩আগস্ট) সকাল ১১টায় ডোমার রেললাইনের পাশে থাকা অবৈধ লন্ড্রীর দোকান ও বাঁশের খুটি দিয়ে দিয়ে জায়গা দখল করে রাখা দোকানগুলো তুলে দেন তারা।
এ সময় লাইনের পাশে ময়লা আবর্জনা ফেলে রেল চলাচলে বাঁধা সৃষ্টিকারী দোকানদারদের সতর্ক করে পুলিশ। অভিযানে সুলতার মৃধা, এসএসএই-ডাবলুএওয়াই অফিসার (সৈয়দপুর), সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সুলতার মৃধা জানান, অবৈধ ভাবে রেল লাইনের সাথে দোকান দেয়ার কারনে রেল চলাচলে বাঁধা সৃষ্টি হয়। এ ছাড়াও যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা আবারো স্থাপনা তৈরী করলে আগামীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জেল অথবা জরিমানার আওতায় আনা হবে।
বিপি/আর এল