বাংলাপ্রেস ডেস্ক: করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই চলছে বইমেলা আয়োজনের প্রস্তুতি। আর এ বইমেলায় প্রবেশে পাঠক-ক্রেতা ও দর্শনার্থীদের করোনার টিকার সনদ বাধ্যতামূলক বলে জানিয়েছে বাংলা একাডেমি।
শুক্রবার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে সবাইকে। বইমেলায় যারা স্টল নিচ্ছেন, প্রকাশক ও বই বিক্রেতাসহ সবাইকে করোনার টিকার সনদ দেখাতে হবে।
এর আগে, এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকও বলেন, যেখানে খেলাধুলা আছে, সেখানে টিকা সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে। এগুলো বইমেলায়ও দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বইমেলা পেছানো হয়েছে।
নতুন বছরের শুরু থেকেই ওমিক্রন ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছিল। গত কয়েকদিন ধরে দেশে করোনার দৈনিক সংক্রমণও হঠাৎই বাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধে পাঁচ দফা জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার এ নির্দেশনা জারি করা হয়েছে।
মহামারি শুরুর পর থেকে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ভাইরাসটিতে মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।
বিপি/কেজে