Home বাংলাদেশরংপুর দেবীগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

দেবীগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: ৫ম ও ৬ ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা হল রুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জেলা প্রশাসক জহুরুল ইসলাম শপথ বাক্য পাঠ করান। ৫ম ও ৬ ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১০ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার, শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম,সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হারুন অর রশিদ, দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজগর আলী,চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষণ রায়, দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান।

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইউসুফ আলী, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, পঞ্চগড় জেলা নির্বাচন অফিসার আলমগীর, দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাফিয়ার রহমান, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী।

এসময় জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার আহবান জানান। পরে জেলা প্রশাসক নব নির্বাচিত সকল চেয়ারম্যান ও সদস্যগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী