Home বাংলাদেশরংপুর ডোমারে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের বসন্ত বরণ

ডোমারে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের বসন্ত বরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত বসন্ত বরণ ১৪২৮ উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ ফাল্গুন) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, দেবীগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক রউফ চৌধুরী, ডিমলা জনতা কলেজের সহকারী অধ্যাপক ডেইজী নাসনীন মাশরাফী নীনা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল আমিন রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন উপস্থিত ছিলেন।

এ সময় সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ পরশ কুমারচন্দ, সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, রতন কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বাংলাদেশ ধ্রুব পরিষদ ও নৃত্য কর্মশালার শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে সংগঠনের শিল্পীদের অশংগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী