শেখ ফরিদ , দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ (৫মার্চ) শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেন।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আবু তোরাব সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব,ফরহাদ হোসেন আজাদ।তিনি বলেন, বর্তমান সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি করতেছেন তাতে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ছে।
আর আমাদের সময় সয়াবিন তেলের দাম ছিল ৪৪-৪৮ টাকা লিটার বর্তমানে ২০০ টাকা লিটার,ডালের দাম ছিল ৪৫ টাকা কেজি এখন ১৩৫ টাকা,গরুর মাংস ছিল ১৪০ টাকা কেজি
এখন ৬০০ টাকা কেজি। দেবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গনি বসুনিয়া। বিক্ষোভ ও সমাবেশে উপজেলার বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
বিপি/কেজে