Home সাহিত্য ফেরদৌসী রুবী’র কবিতা

ফেরদৌসী রুবী’র কবিতা

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

মানুষ
— ফেরদৌসী রুবী

আমরা মানুষ, আসলেই আমরা অনেক বোকা
নিজেরাই নিজেদের দিচ্ছি শুধু ধোঁকা
অর্থ উপার্জনের জন্য হারাচ্ছি নিজের স্বাস্থ্য
আবার সেই স্বাস্থ্য ফিরে পেতেই করছি ব্যয় অর্থ।

আগামী দিনের চিন্তা করে করছি কত শত ভুল
সময় পেরিয়ে একাকী দিতে হবে সেই ভুলের মাশুল
অহংকার আর দাম্ভিকতায় ভরা থাকে যে সব মন
করেই চলে অন্যায় অত্যাচার সুযোগ পায় তারা যখন।

এমন ভাবে চলে মানুষ যেন কোনদিন মরবে না
সেই মানুষই বলে একদিন, আর বেশি দিন বাঁচবো না
বাপ দাদাদের চৌদ্দ পুরুষ কত এলো আর গেলো
হিসেব করে দেখো সবাই দুনিয়ায় আমরা এলোমেলো।

ফেরদৌসী রুবী: কথাসাহিত্যিক ও নারী উদ্যোক্তা

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী