Home বাংলাদেশরংপুর ডোমারে সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ডোমারে সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান নিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “আইন মেনে সড়কে চমালি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচলনা করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু করে দিন ব্যাপি ডোমার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করেন ডোমার থানার ট্রাফিক বিভাগ। ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকারের নেতেৃত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ- সভাপতি শিক্ষাবিদ অধ্যপক খায়রুল আলম বাবুল, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি মেরাজুলহক, সহ-সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা সজিব বসুনিয়া, ডোমার থানা ট্রাফিক শাখার এটিএএসআই
সাজ্জাদ হোসেন প্রমূখ।

এ সময় ডোমার বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সংগঠনের নেত্রীবৃন্দসহ অটোরিক্সা, ভ্যান চালক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে অতিথিগণ। পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান সহ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন ডোমার থানা পুলিশ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী