হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন কমছে তাপমাত্রা। টানা তিন দিন ধরে বইছে হিমেল হাওয়া, সঙ্গে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। দুপুরে সুর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। বিকেল গড়ালেই শুরু হয় উত্তরের হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে শীতের মাত্রা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও কর্মজীবীরা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা দুই পর্বতশৃঙ্গের পাদদেশে অবস্থিত হওয়ায় দেশের অন্যান্য জেলার চেয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেশির ভাগ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন গত কালের থেকে তাপমাত্রা আরও কমেছে। সোমবার তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা আজ মঙ্গলবার ৬.৯ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত ২০১৮ সালের ৮ জানুয়ারিতে এ জেলায় ৭০ বছরের ইতিহাসে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। শীতের কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ। পাথর শ্রমিক, চা-শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে ছোটখাটো যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে। সকালে তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকে। তবুও জীবিকার তাগিদে কাউকে নদীতে পাথর তুলতে, কাউকে চা-বাগানে আবার কাউকে দিনমজুরের কাজ করতে যেতে দেখা গেছে। শীতে দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের মধ্যে।
বিপি/কেজে