Home বাংলাদেশরংপুর ডোমারে ফজিল উদ্দিন সরকার জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

ডোমারে ফজিল উদ্দিন সরকার জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ফজিল উদ্দিন সরকার জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সাকাল ১০টায় ডোমার পৌর এলাকার চিকনমাটি কাচারী পাড়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাঁদ ঢালাই কজের শুভ উদ্বোধন করেন, ডোমার পৌর মেয়র
আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

আলহাজ্ব গোলাম মোস্তফার সভাতিত্বে মোতাহারুল হোসেন রফুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা নুরননবী, বীর মুক্তিযাদ্ধা বজলুর রশিদ বজু, প্রধান উদ্যোক্তা ও সমন্বয়কারী মাঝহারুল আলম কিসলু, সুজাউল করিম সিজু, নীনা মাশরাফী, পৌর কাউন্সিলর মিজানুর রহমান টুলু, বিশিস্ট ব্যাবসায়ী আব্দুস সালাম, আলমগীর হোসেন, জাকির
হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন উক্ত মসজিদের পেশ ঈমাম হযরত মাওঃ মাহাবুবুর রহমান। তিনতলা বিশিষ্ট ভবনে মসজিদের বৈধ আয়-এর জন্য ব্যবহার করা হবে। দ্বিতীয় তলায় মেহমান ও মূল মসজিদ (প্রায় ৫৫০ জন মুসুল্লি একসাথে নামায পড়তে পারবে) নামাজের স্থান, জানাজার নামাজের স্থান। তৃতীয় তলায় নামাযের স্থান মহিলাদের জন্য, হেফজখানা, বৃত্তিমূল শিক্ষাকেন্দ্র ,আইসিটি শিক্ষা কেন্দ্র ও মতিয়া বেগম লাইব্রেরী করা হবে বলে সমন্বয়কারী জানান।

উল্লেখ্য- ২০১৬ সালে মরহুম আলহাজ্ব এসএম সোলায়মান উক্ত এলাকায় মফিজন নেছা ফোরকানিয়া মাদ্রাসা ও ওয়াক্তিয়া ঘর স্থাপন করেন। ২০২২ সালে উক্ত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। চলমান কজের মধ্যে তারই সুয়োগ্য পুত্র মাঝহারুল আলম কিসলু সকলের সহযোগিতায় আজ তিনতলা বিশিস্ট ভবনের ছাঁদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করায় এলাকাবাসী আন্দিত।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী