বাংলাপ্রেস ডেস্ক: চলতি মাসের শুরুতে ফুটবল ক্যারিয়ারের ৪৬তম দলগত ট্রফি হিসেবে মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড জিতেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে সর্বশেষ কোপা আমেরিকা শিরোপা জিতে সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ কর্তৃক বিশেষ সম্মাননা পেয়েছেন এলএমটেন।
ফুটবল ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে মেসিকে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ বা ‘সেরাদের সেরা’ সম্মানে সম্মানিত করে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
দলগত সর্বোচ্চ ট্রফি জয়েল পাশাপাশি মেসি ব্যক্তিগত অর্জনেও সবার সেরা। ‘মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড’ পুরস্কারটি মেসির ক্যারিয়ারের ৫৬তম ব্যক্তিগত পুরস্কার। যেহেতু তিনি ক্যারিয়ারের সায়াহ্নে রয়েছেন তাই যেখানেই যাবেন অবসরের বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়বেন এটাই স্বাভাবিক। সেরাদের সেরার পুরস্কার নিতে গিয়েও এর ব্যতিক্রম হয়নি মেসির ক্ষেত্রে। সেখানে তিনি কথা বলেছেন অবসর নিয়ে, এছাড়া কথা বলেছেন ২০২৬ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়েও।
পরবর্তী বিশ্বকাপে খেলা নিয়ে এদিন পরিষ্কার কিছু বলেননি আর্জেন্টাইন মহাতারকা। তবে তিনি জানিয়েছেন, যতদিন উপভোগ করবেন, খেলাটা চালিয়ে যেতে চান।
মার্কাকে মেসি বলেন, আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং শৈশবে যা কল্পনা করেছিলাম তার চেয়েও বেশি অর্জন করছি। ঈশ্বর আমাকে তা দিয়েছেন। একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় স্বপ্ন হিসেবে বিশ্বকাপ জয় করেছি। আমি বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জিতেছি। প্যারিসে এবং এখন ইন্টারের সঙ্গেও জিতেছি। আমি আরও অনেক অর্জনের চেষ্টা করছি।
আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার বিষয়ে মেসি বলেন, সম্প্রতি আর্জেন্টিনায় দর্শক ভর্তি মনুমেন্টাল স্টেডিয়ামে আমার ও আমার সতীর্থদের নামে গলা ফাটানো শুনতে খুব ভালো লেগেছে। দলটির সঙ্গে আমার অনেক খারাপ সময় পার হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে। ফুটবলের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই, কারণ আমি জানি এটাই আমার শেষ ম্যাচ হতে পারে।
২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা সে বিষয়ে মেসি জানান, আমি আগাম কিছু ভাবি না। আমি প্রতিদিন উপভোগ করার চেষ্টা করি। যখন সময় আসবে, তখন দেখা যাবে। আমি সময়কে তাড়া করতে চাই না। আমি এমন লেভেলে পারফর্ম করতে চাই, যাতে আমি খুশি থাকতে পারি। আমার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে খেলতে পারব কি না তা নয়।
ক্যারিয়ারের সায়াহ্নে থাকা মেসি এখনো শিরোপা জিততে মুখিয়ে আছেন জানিয়ে বলেন, আমি এখনো শিরোপার জন্য ক্ষুধার্ত, যদিও আমার বয়স বাড়ছে, পরিবার বড় হচ্ছে। আমি তাদের সমর্থন অনুভব করি, তাই আমি অপ্রতিরোধ্য। আমি ফুটবল ভালোবাসি এবং এটাই আমাকে সবকিছু দিয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]