-68ef69f2352bf.jpg)
আজকের খুদে ফুটবলাররাই আগামীতে বিশ্বকাপ খেলবে-হাবিবর রহমান এমপি


ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আজকের খুদে ফুটবল খেলোয়রাইর আগামীতে বিশ্বকাপ খেলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলার মধ্য দিয়ে শিশুদের শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটবে, অধ্যবসায় আসবে, গড়ে উঠবে শৃঙ্খলাবোধ ও নৈতিক দায়িত্ববোধ। যারা ছোটবেলা থেকে ফুটবল খেলে উঠে আসছে; তারা আগামীদিনে বাংলাদেশকে অনেকদূর নিয়ে যাবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত রেহানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্ধসঢ়;্ধসঢ়;, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, ধুনট সরকারী এন. ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, পিরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মথুরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ef69f2352bf.jpg)

-68ef1cd254806.jpg)


-68ed3a37ee5f5.jpg)