১৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করলো ক্যারিবীয়রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করলো ক্যারিবীয়রা
বাংলাপ্রেস ডেস্ক: আগে হওয়া ম্যাচগুলো থেকেই জানা হয়ে গিয়েছিল শারজাহ স্টেডিয়ামের পিচ মোটামুটি ব্যাটিং-বান্ধব। সেই পিচেই কিনা দলীয় শতরান তুলতে হিমশিম খেয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে তাদের পুঁজি ছিল মাত্র ১০৩ রানের। সেটি যে যথেষ্ট ছিল না তা ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা হেসেখেলেই প্রমাণ করেছে। ৪৩ বল এবং ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছে ক্যারিবীয়রা। ছোট লক্ষ্য তাড়ায় হেইলি ম্যাথিউস সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন ক্যারিবিয়দের। আরেক ওপেনার স্টেফানি টেইলরকে সঙ্গে নিয়ে তারা পাওয়ার প্লের ৬ ওভারে তোলেন ৪৮ রান। অধিনায়ক ম্যাথিউসকে ব্যক্তিগত ৩৪ রানে (২২ বল) ফিরিয়ে ৫৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফা আক্তার। তবে বোল্ড হওয়ার আগে ঠিকই তিনি দলের ভিত গড়ে দিয়ে যান। মাঝে স্টেফানি টেইলর ২৭ রান করে রিটায়ার্ড হার্ট হন। আরেক প্রান্তে আগ্রাসী হতে থাকা শেমেইন ক্যাম্পবেলকে ফেরান নাহিদা আক্তার। ১৬ বলে ২১ রানে থাকাবস্থায় তিনি স্টাম্পিং হন। যদিও ততক্ষণে ক্যারিবীয়দের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। দিয়েন্দ্রো দটিন ৭ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে বাংলাদেশের বড় হার নিশ্চিত করেন। নেট রানরেট বাড়ানোর লক্ষ্যেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। ২ উইকেট হারিয়ে তারা লক্ষ্য পেরোয় ১২.৫ বলে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মারুফা ও নাহিদা। এই হার বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে টাইগ্রেসদের। চলমান বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামী ১২ অক্টোবর তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে আগের দুই ম্যাচের একটিতেও ১২০ পার করতে না পারা বাংলাদেশ শারজাহতে ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম তিন ওভারেই স্কোরবোর্ডে জমা করে ১৮ রান। দিলারা আক্তার ও সাথি রাণির ওপেনিং জুটি ধীরলয়ে ব্যাট করছিল। চতুর্থ ওভারের প্রথম বলে সাথির বিদায়ে ভাঙে জুটি। সাথি ৯ রানে আউট হওয়ার পর দিলারা আক্তার ১৮ বলে ১৯ রান করে বোল্ড হন কারিশমা রামহারাকের বলে। সোবহানা মুস্তারি ও নিগার সুলতানা জ্যোতি গড়েন ৪০ রানের জুটি। মোস্তারি ১৬ রান করে আউট হন। বিশ্বকাপ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া তাজ নেহার ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে ১ রান করে বিদায় নেন। স্বর্ণা আক্তার গোল্ডেন ডাক মারেন। নিগার ‍সুলতানা দীর্ঘক্ষণ লড়াইয়ে থাকলেও বড় স্কোরে অবদান রাখতে পারেননি। ৪৪ বলে অধিনায়ক-উইকেটরক্ষক করেন ৩৯ রান। অন্যপ্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। রিতু মনির ১০ বাদ দিলে আর কেউই ৩ রানও তুলতে পারেননি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!