-68ed3a37ee5f5.jpg)
বিশ্বকাপের সেমিতে উপস্থিত থাকবেন ম্যাক্রন

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: এজেন্টকে আক্রমণের ঘটনা নিয়ে ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কের টানপোড়েনের কারণে ব্রিটিশরা রাশিয়ার সঙ্গে কুটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে। তারপরও তাদের অন্যতম মিত্র দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন নিজ দেশের বিশ্বকাপ সেমি-ফাইনালের খেলা দেখতে রাশিয়া সফর করবেন। তার দপ্তরের পক্ষ থেকে শুক্রবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর: বাসস/এএফপি।
ফ্রান্স সেমি-ফাইনালে পৌঁছলে তাদের খেলা মাঠে বসে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাক্রন। গতকাল উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে লেস ব্লুসরা সেন্ট পিটার্সবার্গের সেমি-ফাইনালে পৌঁছার পর পরই ম্যাক্রনের রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমাদের নীল জার্সির ছেলেরা ভাল করছে। মঙ্গলবার তোমাদের সঙ্গে দেখা হবে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ed3a37ee5f5.jpg)




-68eb25d6635b2.jpg)