-68ef69f2352bf.jpg)
বোয়ালমারীতে নওয়াব আব্দুল লতিফ ৮দলীয় স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন



বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনিস্টিটিউশন খেলার মাঠে শুক্রবার (১৩.০৯.১৯) বিকেলে পরাধীন ভারতবর্ষের মুসলিম জাগরণের অগ্রদূত “ নওয়াব আব্দুল লতিফ (খান বাহাদুর) ৮দলীয় স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট” এর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। ময়না ইউনিয়ন আ’লীগের সভাপতি আ: রশিদ মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াব আব্দুল লতিফ ট্রাস্ট যুক্তরাজ্য (লন্ডন) এর পরিচালক নওয়াবজাদা এ.এফ.এম আ: রহমান (ফজল এ রহমান), বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার মাশরুর রেজা (কুটিল), বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) মো. শহিদুল ইসলাম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক খোরশেদুল আলম, সদস্য সচিব অধ্যাপক মুুজিবুর রহমান, প্রধান সমন্বয়কারী ও ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম প্রমুখ। উদ্বোধনী খেলায় ফরিদপুর জেলার সদরপুর ফুটবল একাদশ ও নড়াইল জেলার লোহাগড়া ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় সদরপুর ফুটবল একাদশ ২-১ গোলে লোহাগড়া ফুটবল একাদশকে পরাজিত করে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ef69f2352bf.jpg)

-68ef1cd254806.jpg)


-68ed3a37ee5f5.jpg)