১৫ অক্টোবর ২০২৫

বোয়ালমারীতে নওয়াব আব্দুল লতিফ ৮দলীয় স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে নওয়াব আব্দুল লতিফ ৮দলীয় স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনিস্টিটিউশন খেলার মাঠে শুক্রবার (১৩.০৯.১৯) বিকেলে পরাধীন ভারতবর্ষের মুসলিম জাগরণের অগ্রদূত “ নওয়াব আব্দুল লতিফ (খান বাহাদুর) ৮দলীয় স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট” এর উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। ময়না ইউনিয়ন আ’লীগের সভাপতি আ: রশিদ মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াব আব্দুল লতিফ ট্রাস্ট যুক্তরাজ্য (লন্ডন) এর পরিচালক নওয়াবজাদা এ.এফ.এম আ: রহমান (ফজল এ রহমান), বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার মাশরুর রেজা (কুটিল), বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) মো. শহিদুল ইসলাম।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক খোরশেদুল আলম, সদস্য সচিব অধ্যাপক মুুজিবুর রহমান, প্রধান সমন্বয়কারী ও ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম প্রমুখ। উদ্বোধনী খেলায় ফরিদপুর জেলার সদরপুর ফুটবল একাদশ ও নড়াইল জেলার লোহাগড়া ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় সদরপুর ফুটবল একাদশ ২-১ গোলে লোহাগড়া ফুটবল একাদশকে পরাজিত করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!