১৪ অক্টোবর ২০২৫

ব্রাজিল জিতলেই লগ্ন হন পুনম পাণ্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ব্রাজিল জিতলেই লগ্ন হন পুনম পাণ্ডে

বাংলাপ্রেস অনলাইন: সমর্থকদের সামনে নিজেকে উন্মুক্ত করতে বিশ্বকাপের শুরু থেকেই নিজের নাম জড়িয়ে ফেলেছিলেন পুনম। সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেছিলেন তিনি।

পুনম পাণ্ডে মানেই উষ্ণতা, গনগনে বিতর্কের আঁচ। খোলামেলা ছবি তিনি প্রায়ই পোস্ট করেন। বলা ভাল, তিনি নিজের দেহের সুতোর আবরণ খোলার জন্য উপলক্ষ্যই খোঁজেন। চলতি ফুটবল বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। পুনম পাণ্ডে এবার দেহে সুতোটুকু রাখলেন না। কারণ তিনি যে ব্রাজিল ভক্ত। ব্রাজিলের সাম্বা ফুটবলের মূর্চ্ছনা তাঁর দেহেও ঝড় তোলে। তাই এবার পুনম খুলে ফেললেন দেহের পোশাক। নেমার-কুটিনহোদের জয়েরই অপেক্ষায় ছিলেন তিনি।

সোমবারেই মেক্সিকোকে গুড়িয়ে শেষ আটে পা রেখেছে ব্রাজিল। সেই জয়ে যারপরনাই খুশি মডেল অভিনেত্রী। নিজের ‘দুসরি কান্ট্রি’ জয় পেতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের অন্তর্বাসের ছবি পোস্ট করে তিনি লিখে দেন, ‘‘এটাই কি অন্তর্বাস খুলে ফেলার সঠিক সময় নয়?’’

সমর্থকদের সামনে নিজেকে উন্মুক্ত করতে বিশ্বকাপের শুরু থেকেই নিজের নাম জড়িয়ে ফেলেছিলেন পুনম। সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় দুবাইয়ের কমেডিয়ান নীতিন মিরানির হাত টেনে নিজের স্তনের উপরে চেপে ধরছেন তিনি। এভাবেই কথোপকথন চালিয়ে যান তিনি। বিশ্বকাপের জন্য একটি শো-য়েও অংশ নিচ্ছেন তিনি। পোশাকি নাম দেওয়া হয়েছিল, ‘নটি ফিফা ২০১৮’।

বিশ্বকাপে মহিলা সমর্থকদের উৎসাহ দিতেই এই শোয়ের আয়োজন, এমনটাই জানিয়েছিলেন তিনি। এর আগে স্পেন বনাম ব্রাজিল ম্যাচেও দুষ্টুমি করেছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, স্পেন-রাশিয়া ম্যাচে যতবারেই বলে জালে জড়াবে ততবারই তিনি দুষ্টুমি উপহার দিতে কার্পণ্য করবেন না। কথাও রেখেছিলেন, ক্যামেরার সামনেই বক্ষ প্রদর্শনী উপহার দিয়েছিলেন ভক্তদের।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন