
এই আবেদনময়ী নারী কোন ক্রিকেটারের স্ত্রী !



ক্রীড়া ডেস্ক: ক্রিকেটারদের স্ত্রীরা ভক্তদের কাছে বেশ জনপ্রিয়। সংবাদমাধ্যমগুলোও তাদের ট্রেন্ড ফলো করে থাকে নিয়মিত। এরমধ্যে আলোচনা সৃষ্টি করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লরা।
ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদনময়ী মনে করা হয় জেসিম লরাকে। ২৪ বছরের এ নারীর স্বামী ব্যাটে বলে মাঠ দাপিয়ে বেড়ান। আর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন ছবি দিয়ে ভক্তদের কাঁপিয়ে বেড়ান লরা।
লরার জন্ম ডমিনিকান রিপাবলিকে। রাসেলের সঙ্গে তার দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেম। অনেক বছর একসঙ্গে থেকেছেনও। এখন তারা স্বামী-স্ত্রী।
খেলার মাঠে সাফল্যের অনুপ্রেরণা হিসেবে স্ত্রীকে দেখেন রাসেল। এ তরুণীকে নিজের ‘লেডি লাক’ বলে থাকেন জ্যামাইকান এ ক্রিকেটার। গত এপ্রিলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন রাসেল। আইপিলে ব্যাটে বলে প্রায়ই ঝড় তুলেছিলেন তিনি। রাসেলের ম্যাচ চলাকালীন কলকাতার ইডেন গার্ডেনসেও দেখা গিয়েছে তাকে। জয়ের আনন্দে প্রথম কেকটা লরাকেই খাইয়েছিলেন ক্রিকেটার স্বামী।

সমুদ্র, জঙ্গল, পাহাড় সব জায়গাতেই ঘুরতে দেখা যায় লরাকে। পার্টি করতে আর নিজের মতো ঘুরে বেড়ানো পছন্দ তার। কলকাতা থেকে রাজধানী দিল্লি সব জায়গাতেই ছুড়ে বেড়াচ্ছেন তিনি। আর তার আবেদনময়ী ছবিতে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরাও।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ef1cd254806.jpg)


-68ed3a37ee5f5.jpg)
