-68ef69f2352bf.jpg)
এশিয়া কাপ র্যাংকিংয়ে সোনা জিতলেন রোমান



খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপ র্যাংকিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সোনা জিতলেন বাংলাদেশের রোমান সানা। চীনের ঝেনকি শাইকে ৭-৩ ব্যবধানে হারিয়ে এ পদক জিতেছেন তিনি।
গেল জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন সানা। এর সুবাদে স্থান করে নেন টোকিও অলিম্পিকে। তিন মাস অতিক্রান্ত হতেই ফের সাফল্য পেলেন তিনি।
শুক্রবার ফিলিপাইনের ক্লার্ক সিটিতে শাইয়ের বিপক্ষে প্রথম সেট ড্র (২৮-২৮) করেন রোমান। পরের সেট ২৯-২৬ ব্যবধানে হেরে যান তিনি। তৃতীয় সেট ২৭-২৫ পয়েন্টে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান দেশসেরা তীরন্দাজ। চতুর্থ সেট ২৮-২৫ ব্যবধানে জিতে এগিয়ে যান তিনি। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৮-২৭ ব্যবধানে জিতে বিজয়ী হন রোমান।
টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন সানা। রিকার্ভের দলগত ইভেন্টের ফাইনালেও এদিন নামবে বাংলাদেশ। সেখানেও রোমানদের প্রতিপক্ষ চীন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ef69f2352bf.jpg)

-68ef1cd254806.jpg)


-68ed3a37ee5f5.jpg)