-68ef69f2352bf.jpg)
মোহম্মাদ শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ক্রীড়া ডেস্ক : ফের বিপাকে মোহম্মাদ শামি। সোমবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। আগামী ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলেই গ্রেপ্তার করা হবে তাঁকে। তাঁর বিরুদ্ধে গার্হস্ত হিংসার অভিযোগ তুলেছিলেন স্ত্রী হাসিন জাহান। একইসঙ্গে শামির দাদা হাসিদ আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালত।
আপাতত টিম ইন্ডিয়ার সঙ্গে ক্যারিবিয়ান সফরে রয়েছেন শামি। এদিন আদালতের তরফে জানানো হয়, বিদেশ সফরে থাকায় অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া হয়েছে শামিকে। তবে তাঁর দাদার ক্ষেত্রে আজ সোমবার থেকেই জারি গ্রেপ্তারি পরোয়ানা। অর্থাৎ দেশে ফিরেই তিনি আত্মসমর্পণ না করলে পরিস্থিতি আরও জটিল হবে। তবে জামিনের জন্যও আবেদন করতে পারবেন শামি। আদালতে হাজিরা না দেওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ef69f2352bf.jpg)

-68ef1cd254806.jpg)


-68ed3a37ee5f5.jpg)