-68ed3a37ee5f5.jpg)
ম্যাচ ড্র করল কোস্টারিকা-সুইজারল্যান্ড

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: কোস্টারিকার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয় সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। শুরুতেই এক গোলে এগিয়ে গেলেও বিরতি থেকে ফিরেই খেলায় সমতা আনে কোস্টারিকা। তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শেষ সময়ে আবারও এগিয়ে যায় সুইজারল্যান্ড। তবে গোল শোধ করতে সময় নেয়নি কোস্টারিকাও।
এদিন ম্যাচের ৩১ মিনিটে ব্লেরিম জেমাইলির গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। কোস্টারিকার গোলরক্ষক নাভাস ঝাপ দিয়েও রুখতে ব্যর্থ হন। পরে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে কম্পবেলের সহযোগিতায় কোস্টারিকার হয়ে গোল করেন ওয়াটসন। পরে ৮৮ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন ডার্মিক। পরে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কোস্টারিকাকে সমতায় ফেরান সোমার।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ed3a37ee5f5.jpg)




-68eb25d6635b2.jpg)