১৫ অক্টোবর ২০২৫

প্রথম টেস্টের আগে শান্তর মন্তব্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রথম টেস্টের আগে শান্তর মন্তব্য
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে দুই ম্যাচের সিরিজ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। সবশেষ পাকিস্তানকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করে টাইগাররা। বাবর আজমদের বিরুদ্ধে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে জয় পায় বাংলাদেশ দল। সফল পাকিস্তান মিশন শেষে টাইগারদের সামনে এখন ভারত চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি শুরুর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো উইকেট হবে। পেস বা স্পিন এটা নিয়ে কথা বলতে চাই না। কাল যত তাড়াতাড়ি সম্ভব উইকেট মানিয়ে নেয়ার চেষ্টা করব। স্পিন-পেস দুই দিক থেকেই দল ভারসাম্যপূর্ণ। তাই চিন্তা কারণ হবে না।’ এসজি বলে খেলা নিয়ে টাইগার পাক্তান বলেন, ‘বাংলাদেশে এসজি বলে প্র্যাকটিস করেছি। এখানে আসার পরও এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে। মোটামুটি খুব ভালোভাবেই প্রত্যেক ব্যাটার মানিয়ে নিয়েছে। তাদের বোলিং অ্যাটাক ভালো, চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই প্রস্তুত। বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। সবাই অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এ ধরনের জিনিস মানিয়ে নেয়ার সামর্থ্য সবার আছে।’ ব্যাটারদের ওপর আস্থা রেখে শান্ত বলেন, ‘ভালো একটা সিরিজ শেষ করে আসলাম। আমাদের সেটআপ খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি? সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরেরও একটা ভালো ইনিংস ছিল। যে যে জায়গায় ব্যাট করছে ভালো করছে। মুশফিক ভাই, লিটন, মিরাজ… খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। উপরের চার ব্যাটার ভালো করার সামর্থ্য রাখে।’ বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!