১৫ অক্টোবর ২০২৫

রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশ আসর শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২৭ ডিসেম্বর। ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটও হয়েছে। এবার নিজেদের কোচিং প্যানেলে চমক দিয়েছে রংপুর রাইডার্স। দলটি প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য নিশ্চিত করেছে। আর্থারের ছবি দিয়ে তারা লিখেছে, রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স! এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলে কাজ করতে আসছেন তিনি। এর আগে ২০১৫-১৬ মৌসুমে বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। মিকি আর্থারের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার অধীনে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ার, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ক্লাব ওয়েস্টার্ন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরা এবং ২০১৫ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্থার। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!