১৫ অক্টোবর ২০২৫

সাকিব ভাইয়ের শূন্যতা কাটিয়ে উঠতে পারব: হৃদয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাকিব ভাইয়ের শূন্যতা কাটিয়ে উঠতে পারব: হৃদয়
বাংলাপ্রেস ডেস্ক: টেস্ট সিরিজে অনুমিতভাবেই ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। তবে এবার ভিন্ন ফরম্যাটের লড়াই। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে লড়াইটা অনেক কঠিন হবে। তবে তাদের হারানো সম্ভব বলে মনে করেন তাওহীদ হৃদয়। সাকিব আল হাসান না থাকলেও তার অভাব পুষিয়ে নেয়া সম্ভব বলেও মনে করেন তরুণ এই ক্রিকেটার। গোয়ালিয়রে আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গোয়ালিয়রে আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন শনিবার (৫ অক্টোবর) দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। সাকিবের অনুপস্থিতিতে মাঠে নামা, ভেন্যুর উইকেট এবং নিজেদের সামর্থ্যের বিষয়ে কথা বলেছেন তিনি। গোয়ালিয়রে দীর্ঘদিন পর আবার আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানকার উইকেট এবং নিজেদের প্রস্তুতির বিষয়ে হৃদয় বলেন, 'আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।' 'এখানে দুইদিন অনুশীলন করলাম। উইকেট কিছুটা মন্থর ও নিচু। আমরা মাঠকর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব', তিনি যোগ করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে ছাড়া নতুন করে টি-টোয়েন্টি দল সাজাতে হচ্ছে বাংলাদেশ দলকে। সাকিবকে ছাড়া খেলার অনুভূতি নিয়ে হৃদয় বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে কাটিয়ে ওঠা যাবে।' চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ঘরের মাঠে তারা আরও ভয়ংকর। এমন দলের বিপক্ষে জয় সম্ভব কিনা, এই প্রশ্নের উত্তরে হৃদয় বলেন, 'এভাবে আমরা চিন্তা করি না। আমরা যখন মাঠে খেলতে নামি তখন খেলোয়াড় কে আছে কে নাই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটায় নজর দিই। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মেইনটেইন করার চেষ্টা করি। হয়তোবা সুযোগ আছে হারানোর, এমন না যে তাদের বড় দলকে আমরা হারাইনি। বড় দল ছোট দল বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় পার্টিকুলার দিনে যে ভালো করবে সেই (জিতবে)।' তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টি খেলা তো রানের খেলা। এখানে যে যত রান করবে...। অবশ্যই সবাই রান চায়, সব দলই রান করতে চায়। এখানে আন্তর্জাতিক ম্যাচ এখনো হয়নি। নতুন ভেন্যু, এখানকার ব্যাপারে আমরা জানি না। আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলে বুঝতে পারব, উইকেটটা দেখে কেমন হয়। অনুশীলনে উইকেট দেখে বুঝেছি এখানে উইকেট স্লো আছে, লো আছে, এরকম উইকেটে বড় রানের ম্যাচ খুব কমই হয়। আইপিএল খেলাও এখানে হয়নি। তো দেখা যাক যে কি হতে পারে।' ’ বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!