-68ed3a37ee5f5.jpg)
সে আমার মতোই বড় ফুটবলার হবে : রোনাল্ডো

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন :পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বাস, তার ছেলে ভবিষ্যতে বড় তারকা ফুটবলার হবে।পাঁচবার ব্যালন ডি’অর জয়ী জুভেন্টাস তারকা খেলোয়াড় রোনাল্ডো তার আট বছরের ছেলে সর্ম্পকে বলেন, ‘সে আমার মতো হবে। আমি এটা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আমি ছেলেবেলায় যেমন ছিলাম, ঠিক তেমনি সে। সে হারতে পছন্দ করে না।
বাংলাপ্রেস /এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ed3a37ee5f5.jpg)




-68eb25d6635b2.jpg)