-68ed3a37ee5f5.jpg)
সেরা একাদশে স্টোকস

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ইংল্যান্ড দলের সেরা একাদশে বেন স্টোকসকে ডাকা হয়েছে। অধিনায়ক জো রুট আজ এ ঘোষণা দেন।মারামারির মামলায় ব্রিস্টল ক্রাউন আদালত থেকে খালাস পাওয়ার পরপরই অলরাউন্ডার স্টোকসকে মঙ্গলবার ১৩ সদস্যের ইংল্যান্ড দলে যুক্ত করা হয়েছিল।
এ মাসের শুরুতে এজবাস্টনে ইংল্যান্ডের ৩১ রানে জয় পাওয়া প্রথম টেস্টের ম্যাচ সেরা নির্বাচিত হওয়া বাঁ-হাতি সুয়িং বোলার স্যাম কারানের পরিবর্তে স্টোকসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ভারতের ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। আগামীকাল শুরু হওয়া তৃতীয় টেস্ট জিতলেই পাতৌদি ট্রফি পুনরুদ্ধার করবে ইংলিশরা।
বাংলাপ্রেস /এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ed3a37ee5f5.jpg)




-68eb25d6635b2.jpg)