বাংলাপ্রেস ডেস্ক: নারী বিশ্বকাপে শনিবার আবারও নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। যাদেরকে কোনো ফরম্যাটে কখনই হারাতে পারেনি টিম টাইগ্রেস। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে বলিয়ান নিগার সুলতানার দল। শারজায় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
উড়ন্ত বাংলাদেশ-দুরন্ত ইংল্যান্ড, কাগজে কলমে অসম হলেও লড়াইটা ২২ গজ আর মঞ্চটা বিশ্বকাপ বলেই বাড়তি উন্মাদনা। ঘরের মাঠের বিশ্বকাপ অন্যের মাঠে খেললেও শুরুটা দারুণ করেছে নিগার সুলতানার দল। স্কটল্যান্ডকে হারিয়ে দশ বছর আর ১৬ ম্যাচ পর টি টোয়েন্টি আসরে পেয়েছে জয়ের দেখা।
যদিও পুরনো ব্যাধি ব্যাটিং বিপর্যয় রয়েই গেছে। প্রতিপক্ষ ইংলিশরা বলে দুশ্চিন্তা আরও বেশি। কিন্তু মরুর স্লো আর স্পিন উইকেট আশা দেখাচ্ছে বাংলাদেশকে।
বাংলাদেশ পেসার জাহানারা আলম বলেন, সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সে ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।
পরিসংখ্যানও ইংল্যান্ডের পক্ষে। আগের ৩ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে শতভাগ সাফল্য। এবার কন্ডিশন বিবেচনায় স্পিনে প্রাধান্য ইংলিশদের। শারজার ২২ গজে সাথী-মুর্শিদা-সোবহানাদের কঠিন পরীক্ষা নিতে পারেন স্পিনার সোফি এক্সেলস্টোন-সারাহ গ্লেন, চার্লি ডিন ও লিনসে স্মিথ।
নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে, ইংলিশদের হারানোর মতো বড় অর্জন সম্ভব উল্লেখ করে জাহানারা বলেন, এটা আমাদের জন্য বড় একটা অর্জনও হবে। অবশ্যই, আমরা জয়ের জন্যই খেলব। অবশ্যই, ইংল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। তাদের জন্য আমাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।
ইংল্যান্ডকে মোকাবেলা করতে হবে শারজার ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও। যার ফায়দা নিতে চায় টিম বাংলাদেশ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]