১৫ অক্টোবর ২০২৫

টাইগারদের সামনে ৩৯৮ রানের পাহাড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টাইগারদের সামনে ৩৯৮ রানের পাহাড়

খেলাধুলা ডেস্ক: চট্টগামে বৃষ্টি বাধায় ২ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে শুরু হওয়া একমাত্র টেস্টের চতুর্থ দিনে ২৩ রান যোগ করে ২৬০ রানে গুটিয়ে যায় আফগানদের দ্বিতীয় ইনিংস। ফলে বাংলাদেশের সামনে আগের প্রথম ইনিংসের রান মিলে ৩৯৮ রানের বিশাল পাহাড়।

এর আগে সকাল থেকে বৃষ্টির কারণে বল মাঠেই গড়াতে বিলম্বর হয়। শেষ পর্যন্ত খেলা শুরু হয় ১১টা ৫০ মিনিটে। সাধারণ নিয়মে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল ২০ মিনিট আগে, তথা ৯টা ৪০ মিনিটে।

প্রায় পৌনে ১২টায় খেলা শুরু হলে লাঞ্চ ব্রেকে যাওয়ার আগেই প্রথম সেশনেই আফগানদের সাজ ঘরে ফেরান সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

খেলার তৃতীয় দিনে যে আশঙ্কা করেছিল টাইগাররা, সেটাই হয়েছে। বড় চ্যালেঞ্জ এখন তাদের সামনে। জয়ের জন্য বিশাল রান টপকাতে হবে তাদের। অসম্ভব নয়, তবে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে সাকিব-মুশফিকদের।

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ইব্রাহিম জাদরান ৮৭ (২০৮), আসগার আফগান ৫০ (১০৮) রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি আর তাইজুল, মেহেদি ও নাঈম দুটি করে উইকেট নেন।

লক্ষ্য যখন বড়, তখন ব্যাটসম্যানদের দায়িত্বটাই এবার সবচেয়ে বেশি। টপঅর্ডাররা রান করতে পারলে চ্যালেঞ্জিক এ স্কোর টপকানো টাইগারদের জন্য অসম্ভব কিছু নয়। প্রথম ইনিংসে মোহাম্মদ নবী আর রশিদ খানের স্পিন ঘূর্ণিতে মাত্র ২০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে, তাদের দেখে শুনে খেলতে পারলে ফল বাংলাদেশের পক্ষেই আসবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমিরা।

অভিজ্ঞতার তুলনায় বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রশিদরা। কিন্তু আফগানদের সাম্প্রতিক পারফর্মেন্স বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। বিশেষ করে রশিদ খানের স্পিন।

বৃষ্টি যদি নতুন করে আসে, তাতে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কেননা, এতে করে উইকেটে টিকে থাকতে ব্যাটসম্যানদের বেশ কঠিন হবে। সবমিলে বলাই যায়, ম্যাচটি জিতলে বাংলাদেশের জন্য যেমন রেকর্ড হবে, তেমনি হারলে লজ্জার মুখে পড়তে হবে। তাই, ক্রিকেট প্রেমিদের আশা দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!