১৫ অক্টোবর ২০২৫

ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: কোচের সঙ্গে সিনিয়র ফুটবলারদের অন্তর্কোন্দল সাপে বর হলো বাংলাদেশের জন্য। শঙ্কা দূর করে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে লাল সবুজের নারীরা। টিকটকে ব্যস্ত সিনিয়র ফুটবলাররা। মাঠে তাদের মনোযোগ নেই। কোচের এমন অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে জিতলো নারী ফুটবলাররা। তাও আবার একপেশে ম্যাচে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে। সঙ্গে নিশ্চিত সেমিফাইনাল। যতটুকু দরকার ছিলো, তার চেয়েও বেশিই করলো বাংলাদেশ। টানা দ্বিতীয়বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে বর্তমান চ্যাম্পিয়নরা। শুরু থেকে আক্রমণাত্মক বাংলাদেশ। ঋতুপর্ণা সুযোগ তৈরি করেছিলেন, তবে পূর্ণতা দিতে পারেননি শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুনরা। উল্টো কিছুক্ষণের মধ্যে রুপনা চাকমার নির্বুদ্ধিতায় পিছিয়ে পড়তে পারতো চ্যাম্পিয়নরা। তবে দিনটা যে লাল-সবুজের। ১৭ মিনিটে প্রথম কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার শট ফাঁকায় পেয়ে ভারতীয় গোলরক্ষককে ফাঁকি দেন আফিদা খন্দকার। সিনিয়র সাফে প্রথম গোল এই সেন্ট্রাল ডিফেন্ডারের। ২৫ মিনিটেই ব্যবধান বাড়তে পারতো চ্যাম্পিয়নদের। যদি ঋতুপর্ণার শট ক্রসবারে বাধা না হতো। তবে ৩ মিনিট পর সে আক্ষেপ ঘুঁচে বাংলাদেশের। এবারও ঋতুপর্ণার ক্রস, জাল খুঁজে নেন তহুরা খাতুন। এরপর বাংলাদেশ রক্ষণে আক্রমণের পশরা সাজিয়েছিল ভারত। রূপনা চাকমার বীরত্বে এ যাত্রায় বেঁচে যায় পিটার বাটলার শিষ্যরা। মনীষার ফ্রি কিক বাধা হয়ে গোলবার। বিরতির আগে জোড়া পূর্ণ করেন তহুরা খাতুন। শামসুন্নাহার জুনিয়রের অ্যাসিস্টে তার বক্সের বাইরে থেকে শট অনেকদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। তবে এ অর্ধেই কিছুটা স্বস্তি ফিরে ভারতীয় ড্যাগআউটে। রূপনার ভুলে বালাদেবী স্কোর শিটে নাম লেখান। জাতীয় দলের জার্সিতে তার গোল ৫১টি। দিতীয়ারর্ধ্বে কেউ কাউকে সুযোগ না দেয়ার মনোভাব দু’দলের। রূপনার বীরত্বে ম্যাচে ফেরা হয়নি ভারতের। উল্টো স্বপ্না রানীর দূরপাল্লার শট কোনোরকম বিপদ মুক্ত করেন ভারত গোলরক্ষক পাথই চানু। শক্রদেশকে সমর্থন দিয়ে ভাগ্য সহায় হয়নি পাকিস্তানের, বিদায় নিলো ১ পয়েন্ট নিয়ে। সেমিতে এখনো নির্ধারণ হয়নি প্রতিপক্ষ। বি গ্রুপ থেকে সুযোগ আছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!