Home বাংলাদেশরংপুর তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া ( পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানান কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ভোরে তেঁতুলিয়া মডেল থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সূচনা সুর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের, উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংগঠন, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিসৌধ তেঁতুলিয়া সরকারী পাইলট মডেল বিদ্যালয় মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায়, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইন্চার্জ আবু সাঈদ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইউনুস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুব আলী, বাবু হিরা কান্ত রায়, কাজী মতিউর রহমান, সহ উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তর,জার্নালিস্ট ক্লাব, , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

২৬ মার্চ সকালে জাতীয় সংগীত পরিবেশন কুস-কাওয়াস মাঠপার্স, দুপুরে খেলা ধুলা, পরে পুরস্কার বিতরণ বিকেলে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গনের সংবর্ধনা আলোচনা সভা দোয়া মুনাজাত ও ইফতরের মাহফিলের আয়োজন করা হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী