১৩ অক্টোবর ২০২৫

কোহলিকে ৫০ বছর পর্যন্ত ক্রিকেটে দেখতে চান তালেবান নেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কোহলিকে ৫০ বছর পর্যন্ত ক্রিকেটে দেখতে চান তালেবান নেতা
বাংলাপ্রেস ডেস্ক:  টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নেন ভারতের দুই কিংবদন্তি রোহিত শর্মা-বিরাট কোহলি। টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দিতেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু হঠাৎ করেই গত মে মাসে টেস্টকে বিদায় জানান দুজনই। রোহিতের বয়স ৩৮ হওয়ায় অনেকে তার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেননি।কেননা দীর্ঘ সংস্করণে তার পারফরম্যান্সও ভালো যাচ্ছিল না। কিন্তু তার বিদায় বলার এক সপ্তাহ পার না হতেই কোহলি সাদা পোশাক তুলে রাখার ঘোষণা দেওয়ায় বিস্মিত হন। ক্রিকেটের আদি সংস্করণকে দেওয়ার যথেষ্ট সময় ছিল বলে দেশ-বিদেশের সাবেক ক্রিকেটাররাসহ বিশ্লেষকরা জানান। আর ভক্ত-সমর্থকরা তো তাকে দেখার মতো মুখিয়েই ছিলেন।ভারতীয়রা তো অবশ্যই সারাবিশ্বের সমর্থকরা মুখিয়ে ছিলেন। তেমনি একজন বিশেষ ভক্ত হচ্ছেন ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের নেতা আনাস হাক্কানি। এত তাড়াতাড়ি টেস্ট থেকে কোহলির অবসর নেওয়াটা মেনে নিতে পারছেন না তিনি। ‘রান মেশিন’ খ্যাত ব্যাটারকে ৫০ বছর পর্যন্ত ক্রিকেটে দেখতে চান বলে সম্প্রতি ভারতীয় ইউটিউবার শুভংকর মিশ্রাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তালেবান নেতা। কোহলির খেলা তালেবানরা ভীষণ পছন্দ করতেন বলে জানান আনাস। হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ছেলে বলেছেন, ‘রোহিতের অবসর নেওয়াটা ঠিক আছে। কিন্তু আমি জানি না কি কারণে কোহলি (টেস্ট) অবসর নিলেন। খুব কম লোকই পৃথিবীতে আসেন যারা বিশেষ কিছু করতে পারেন।’ ওয়ানডে অবশ্য চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কোহলি।বিশেষ করে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে তালেবান নেতা আনাস চান ৫০ বছর পর্যন্ত কোহলি মাঠ মাতিয়ে রাখুক। তিনি বলেছেন, ‘আমি চাই সে পঞ্চাশ বছর পর্যন্ত খেলুক। সে জন্য অবসর না নেয়। ফিটনেস ধরে রাখে। আপনাদের মিডিয়ার ওপর সে বিরক্ত ছিল। মিডিয়ার কিছুটা দায় রয়েছে। তার হাতে যথেষ্ট সময় ছিল। শচীন টেন্ডুলকারের (টেস্ট রান) রেকর্ড স্পর্শ করার কাছাকাছি ছিল।’ [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন