১৩ অক্টোবর ২০২৫

সাংবাদিক খুন-হেনস্থায় বদলে যায় সাংবাদিক নেতাদের ভাগ্য!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাংবাদিক খুন-হেনস্থায় বদলে যায় সাংবাদিক নেতাদের ভাগ্য!
ছাবেদ সাথী: ২০১২ সালের ফেব্রুয়ারিতে নিজেদের বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার আর মেহেরুন রুনি খুন হওয়ার পর সাগর-রুনির হত্যার বিচার চেয়ে তৎকালীন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ২০১৪ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে আবারও সোচ্চার সাংবাদিক নেতারা। সম্পাদক পরিষদ, এডিটরস গিল্ড, জাতীয় প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা, নাগরিক ও সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নাগরিকেরা স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়িয়েছেন; সোচ্চার হয়েছেন ন্যায় প্রতিষ্ঠায়, অন্যায়ের প্রতিবাদে। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ করে এবার কার ভাগ্যে জুটবে সেই সরকারি আমলার চাকুরি? বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!